গৌরবময় ঐতিহ্যের ধারক হিসেবে ভূমিকা রাখছে চট্টগ্রাম সমিতি ঢাকা

অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

| শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও অভিষেক কমিটির আহ্বায়ক সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। বিদায়ী সাধারণ সম্পাদক ও অভিষেক কমিটির সদস্য-সচিব মো. আবদুল মাবুদের সঞ্চালনায় নবনির্বাচিত নির্বাহী পরিষদের সকলকে পরিচয় করিয়ে দেন অভিষেক কমিটির সদস্য-সচিব মো. আবদুল মাবুদ। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব মাফরুহা সুলতানা। বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান আবু আলম চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আনসারুল করিম, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নকে নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি চট্টগ্রাম সমিতি-ঢাকার নবনির্বাচিত সদস্যদের সার্বিক সাফল্য কামনা করে বলেন , চট্টগ্রাম সমিতি-ঢাকা তার কর্মকাণ্ডে এক গৌরবময় ঐতিহ্যের ধারক হিসেবে ভূমিকা রেখে চলেছে। এ সমিতির নানামুখী আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, যথা মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, মিলনমেলা, দরিদ্রদের জীবিকার্জনের জন্য সহায়তা প্রদান, বিভিন্ন জাতীয় দিবসসমূহ উদ্‌যাপনসহ নানা আয়োজনের মাধ্যমে এ সংগঠন তার ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে-যা সত্যিই প্রশংসনীয়। তিনি ঐতিহ্যবাহী এ সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অভিষেক কমিটির আহ্বায়ক ও সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক বাংলা সাহিত্যে চট্টগ্রামের কবি-সাহিত্যিকদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো বলেন, বিগত দুই বছরে আমরা সমিতির যে সকল অতি গুরুত্বপূর্ণ মহান ব্যক্তিবর্গকে হারিয়েছি, তাঁদের মধ্যে মরহুম আজিজুল হক চৌধুরী ও মরহুম রেজাউল হক চৌধুরী মুশতাক অন্যতম। তাঁদের ত্যাগের এক উজ্জ্বল উদাহরণ ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবন। সমাপনী ভাষণে সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সমিতির অগ্রযাত্রাকে ধরে রাখার চেষ্টা করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক
পরবর্তী নিবন্ধগেরিলা যোদ্ধা চরিত্রে অপূর্ব