নগরীর খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন এলাকা থেকে সৈয়দ মো. আলাউদ্দিন (৩৪) নামের এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন কালাইনজুরা গ্রামের মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরী ঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক মো. মোক্তার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দামপাড়া এলাকা থেকে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পুলিশের নকল আইডি কার্ড ও ছবি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে খুলশী থানায় মামলা দেওয়া হয়েছে।












