গোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেফতার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৩৮) নিহতের ঘটনায় চালক মো. শহিদুলকে(২৭) গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়। বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন আজাদীকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ শহিদুলকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। এরই ধারাবাহিতকায় আমরা চট্টগ্রামের মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে মিনহাজুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছেন। এখন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আমরা তাকে হেফাজতে নেব।
মো. শহিদুল (২৭) সিরাজগঞ্জ সদর থানার রানী গ্রাম এলাকার রমজান আলীর ছেলে। তিনি ওসমান লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান চালক।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আবারো যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সেক্টরে সুন্নী ওলামার প্রতিনিধিত্ব দাবি