গোয়ালপাড়ায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ রেলওয়ের

আজাদী অনলাইন | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৩:০২ অপরাহ্ণ

নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে। রোববার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চল সদর দফতর সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখলে নিয়ে প্রায় ২ হাজার অবৈধ বসতঘর ও দোকানপাট গড়ে ওঠে।

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, সিএমপির ১৪০ জন সদস্য সহযোগিতা করেছেন। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরে করোনা আক্রান্ত নেই, পটিয়ায় পাওয়া গেল ১ জন
পরবর্তী নিবন্ধফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু