গোয়ালপাড়ায় হেলে পড়েছে পাঁচতলা ভবন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় পাঁচতলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা এড়াতে পুলিশ ভবনটির এবং আশেপাশে থাকা ভবনের লোকজনদের সরিয়ে দিয়েছেন বলে আজাদীকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, ওই ভবনটি এবং এর চারপাশে থাকা ভবনের লোকজনকে সরানোর পাশাপাশি আমরা রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছি। এখানে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সিডিএর লোকজন আছে।
ঘটনাস্থলে গিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভবনটির মালিক জনৈক কার্তিক ঘোষ ও তার ভাইয়েরা। কার্তিক ঘোষরা পাঁচ ভাই এই ভবনে থাকেন। তারা মূলত সিডিএর অনুমোদন না নিয়ে ভবন বর্ধিত করতে গিয়ে পাইলিং করতে যান। গতকাল সন্ধ্যার পরে ভবনটি হেলে পড়ে।
কার্তিক ঘোষের ভাই রাজু ঘোষ আজাদীকে জানান, আমরা ভবনের নিচে গোয়ালঘরে কন্সট্রাকশনের কাজ শুরু করি গত বৃহস্পতিবার থেকে। এর আগে তিন-চারজন ইঞ্জিনিয়ার ডেকে দেখিয়েছি। তারা বলেছেন কোনো সমস্যা হবে না। তারপর কাজে হাত দিয়েছি। আজ সন্ধ্যায় পর দেখেছি ভবনটি ৪ ইঞ্চি হেলে পড়েছে। এখানে আমাদের কিছু শত্রু আছে যারা চায় না এই ভবনটি থাকুক। তারাই পুলিশ, ফায়ার সার্ভিসকে ডেকে এনে ভবনটি দেখিয়েছে। আসলে তারা যতটা বলছেন ততটা সত্যি না। তারপরও আমরা বলেছি, আগামীকাল কয়েকজন কন্ট্রাকটরকে দায়িত্ব দিয়ে ভবনটি ভাঙার ব্যবস্থা করব।

পূর্ববর্তী নিবন্ধআবারও তাপপ্রবাহ ভ্যাপসা গরম
পরবর্তী নিবন্ধমৃত্যুতে নতুন রেকর্ড