গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী নগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ৩ হাজার ছাড়ালো