গোসাইলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

নগরীর গোসাইলডাঙ্গায় প্রিতম দে (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বিকেলে পানির মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রিতম দে। এসময় তাকে আহতাবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ ১২ করাতকল সিলগালা
পরবর্তী নিবন্ধছনহরা অদ্বৈত মিশনে স্মরণোৎসব আজ শুরু