নগরীর গোসাইলডাঙ্গায় প্রিতম দে (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বিকেলে পানির মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রিতম দে। এসময় তাকে আহতাবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।