গোসাইলডাঙ্গা অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরের উদ্যোগে পরম প্রেমময় ঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গোসাইলডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গত ১০ সেপ্টেম্বর সৎসঙ্গ মন্দিরের সহ-সভাপতি বিমল চন্দ্র সিকদারের সভাপতিত্বে ও নির্বাহী পরিষদের সম্পাদক নিখিল কান্তি দত্তের সঞ্চালনায় ২য় দিবসের ধর্মসম্মেলনে আশীর্বাদক ছিলেন অমূল্য রঞ্জন দাশ। উদ্বোধক ছিলেন প্রফেসর সুধীর বিকাশ দেব। প্রধান অতিথি ছিলেন চবি হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন প্রবর্ত্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত। আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শিবু প্রসাদ চৌধুরী। বক্তব্য নির্মল কান্তি দেবনাথ লিটন, বিশ্বজিত দাশ জুয়েল। বাংলাদেশ গীতা পরিষদের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালনায় মাতা মনমোহিনী দেবী স্মৃতি গীতা একাডেমীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।বক্তারা বলেন, ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবসেবায় ব্রতী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।