গোসাইলডাঙ্গায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

গোসাইলডাঙ্গা বি. নাগ লেইনে সারদেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ স্বদেশ চক্রবর্ত্তী। হোমিও চিকিৎসক ও লেখক ডা: দিলীপ কুমার মিত্রের সভাপতিত্বে ও এস কে দেব সজলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রতন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৌমেন সেন, বিপ্লব দাশগুপ্ত ও নারায়ণ চন্দ্র ভৌমিক, শিমুল গুহ ও অমল রুদ্র। এতে স্বাগত বক্তব্য দেন শুভ দেব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণু শীল, উজ্জ্বল সেন, অরুন দেব ও আদিত্য ঘোষ বাবুন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রনি গুহ ও মুকেশ দাশগুপ্ত।

সভায় বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। জাতিকে নতুন চেতনায় উজ্জীবিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধশাহসুফি সাব্বির আহমদ