সাতকানিয়ায় বন্ধুদের সাথে শঙ্খনদে গোসল করতে নেমে হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজারের পার্শ্ববর্তী নাপিতের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজ ছাত্র মো. ফারহান (১৯) নগরীর চান্দগাঁও বহদ্দারহাট এলাকার ফরিদার পাড়ার জামাল খানের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফারহান তার বন্ধু আশিক, রিজভী ও আরিফকে নিয়ে গত বুধবার রাতে অপর বন্ধু সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া আফঝল পাড়ার আবদুল হাকিমের ছেলে মো. তুহিনের বাড়িতে বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে ফারহান, তুহিন, আশিক ও রিজভী মরফলা বাজারের নিকটবর্তী নাপিতের টেক এলাকায় শঙ্খনদে গোসল করতে নামে। চার বন্ধু মিলে প্রথমে পায়ে হেঁটে নদ পার হয়ে খাগরিয়া এলাকায় যায়। ওই পাড়ে কিছুক্ষণ অবস্থান করার পর আশিক ও রিজভী পুনরায় নদ পার হয়ে মরফলা এলাকায় চলে আসে। পরে তুহিন এবং ফারহান পায়ে হেঁটে নদ পার হচ্ছিল। এসময় কোমর সমান পানিতে হঠাৎ ফারহান এবং তুহিন ডুবে যায়। একটু পর তুহিন উঠে আসলেও ফারহান নিখোঁজ হয়ে যায়। তখন তিন বন্ধু ও নদে থাকা জেলেরা মিলে অনেক খোঁজাখুঁজি করে। সন্ধান না পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে অনেক্ষণ খোঁজাখুঁজি করে। এরপরও সন্ধান না পেয়ে আগ্রাবাদ থেকে ডুবুরি দল ডাকে। ডুবুরি দলও দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে কোনো সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে।
নিখোঁজ ফারহানের বন্ধু মো. আশিক জানায়, তারা শঙ্খনদে গোসল করতে গেলেও কেউ গোসল করেনি। চার জন মিলে হেঁটে নদ পার হয়। তবে ফেরার সময় ফারহান পড়ে ডুবে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, কলেজ শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। জাল নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি। তবে না পেয়ে আগ্রাবাদ থেকে ডুবুরি দল আনি। কিন্তুতারাও অনেকক্ষণ চেষ্টা করে না পেয়ে অভিযান সমাপ্ত করেছে। আশা করছি সকালে সন্ধান পাব। তবে না পেলে আমাদের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে।
তিনি আরো জানান, যেখানে নিখোঁজ হয়েছে সেখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীতে বেশির ভাগ এলাকায় পানি কম হলেও কোথাও কোথাও গভীরতা রয়েছে। এছাড়া নিখোঁজ হওয়ার পর নদীতে জোয়ার-ভাটা হয়েছে। ভাটার সময় কিছুটা স্রোতও ছিল। ফলে স্রোতের সাথে ঘটনাস্থল থেকে নিচের দিকেও চলে যেতে পারে।