পয়েন্ট হারিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল শিরোপা প্রত্যাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। প্রথম ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সেদিন ড্র করেছিল। তবে গতকালও একই পথে হেটেছে মোহামেডান। গতকাল ম্যাচের প্রথম মিনিটে গোল হজম করে বসলেও দ্রুতই তা শোধ করে। তবে পরে যা করেছে মোহামেডান ব্লুজের স্ট্রাইকাররা তা রীতিমত ইতিহাস। একের পর এক গোল মিসের মহড়া দিয়ে শেষ পয়েন্ট টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে সাদা–কালো জার্সি ধারীরা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শতদল ক্লাবের সাথে ১–১ গোলে ড্র করেছে মোহামেডান ব্লুজ। এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে চার পয়েন্ট হারালো মোহামেডান ব্লুজ। গতকাল মোহামেডান ব্লুজের স্ট্রাইকাররা অন্তত তিনটি একেবারে খালি জাল মিস করেছে। যার খেসারত দিতে হয়েছে পয়েন্ট হারিয়ে।
ম্যাচের শুরুতেই অবশ্য মোহামেডান ব্লুজ শিবিরকে স্তব্ধ করে দেয় শতদল ক্লাব। বল কেবল কিক অফ হয়েছে। চোখের পলক না ফেরাতেই গোল করে বসে শতদল ক্লাব। দ্রুতই বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে শতদল। ডি বক্সের বাইরে থেকে শাকিলের ক্রস। তরিকুলের প্রথম শট ফেরান মোহামেডান ব্লুজ কিপার সোহেল। ফিরতি বলে গোল করে শতদলকে ১–০ গোলে এগিয়ে দেন তরিকুল। ১৭ মিনিটে অবশ্য সমতা ফেরাতে পারতো মোহামেডান ব্লুজ। ডান প্রান্তে ফ্রিকিক লাভ করে মোহামেডান ব্লুজ। কিন্তু বক্করের নেওয়া কিকে সায়মন হেড করলেও তা চলে যায় বাইরে। ২৬ মিনিটে সমতা ফেরায় মোহামেডান ব্লুজ। এবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ। সায়েমের নিখুত ক্রস। আর তাতে সায়মনের হেড। বল জড়ায় জালে। খেলায় ১–১ গোলে সমতা ফিরে। ৩৮ মিনিটে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগটি হাতছাড়া করে মোহামেডান ব্লুজের সায়মন। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন সায়মন। সামনে কেবল শতদল ক্লাবের গোল রক্ষক। কিন্তু সায়মন যে শট নিলেন তা ফিরে আসে সাইডবারে লেগে। এমন গোল বঞ্চিত করাটা যেন রীতিমত অপরাধ। ফলে ১–১ গোলে সমতায় বিরতিতে যায় দু দল।
বিরতি থেকে ফিরে খেলার ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল শতদল ক্লাব। মোহামেডান ব্লুজ ডি বক্সের বাইরে থেকে শান্তর জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডান ব্লুজ গোল রক্ষক সোহেল। ৬৫ মিনিটে আরো একটি অমার্জনীয় মিস করে বসে মোহামেডান ব্লুজের বেলাল। এবার মাঝ মাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান বদলি বেলাল। সামনে কেবল অসহায় গোল রক্ষক। কিন্তু বেলাল মেরে দিলেন গোল রক্ষকের গায়ে। আরো একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট মোহামেডান ব্লুজের। ৮৫ মিনিট আবারো এসেছিল মোহামেডান ব্লুজের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। এবার মাঝ মাঠ থেকে বল পেয়ে এগিয়ে যান সায়েম। এবারেও তার সামনে কেবল গোল রক্ষক। কিন্তু এবার তিনি যে শট নিলেন তা চলে যায় সাইডবার ঘেষে। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডান ব্লুজকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শতদল ক্লাবের গোল রক্ষক নেছারুল ইসলাম হিরু। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু।
আজকের খেলা ঃ কোয়ালিটি স্পোর্টস ক্লাব বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। (বিকেল সাড়ে তিনটা)।