গোল এবং জয় দিয়ে এমএলএস শুরু মেসির

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

জয় এবং গোল দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ লিগ মেজর লিগ সকারে অভিষেক হয়েছে লিওনেল মেসির। গতকাল নিউ ইয়র্ক রেড বুলসকে মেসির ক্লাব ইন্টার মিয়ামি ২০ গোলে পরাজিত করেছে। বদলী হিসেবে নেমে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। লিগ কাপ জয় ও ইউএস ওপেন কাপের ফাইনালে পৌঁছানোর এক সপ্তাহ পর মেসিকে মূল দল থেকে বিশ্রাম দিয়েছিলেন মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। কিন্তু ৬০ মিনিটে ম্যাচে ফিরেই আবারো নিজেকে প্রমাণ করেছেন মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বাসকুয়েটসের সাথে একই সময় খেলতে নামা মেসিকে কাল অবশ্য মাঠে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারপরও ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য কোন ভুল করেননি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়মিত মৌসুমে দারুণ সূচনা হলো মেসির। ৮৯ মিনিটে ডিবক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাশিকে। পরে দ্রুত এগিয়ে গিয়ে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে ১১ গোল করলেন মেসি। এর আগে মিয়ামি ৩৭ মিনিটেই এগিয়ে যায়। বামদিক থেকে নোহা এ্যালেনের ক্রসে প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ বাম পায়ের জোড়ালো শটে মিয়ামিকে লিড এনে দেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় এসে পৌঁছেছে আফগান ফুটবল দল
পরবর্তী নিবন্ধওমানে হকির চ্যালেঞ্জার পুলে তৃতীয় বাংলাদেশের মেয়েরা