‘গোল্ড’ অ্যাওয়ার্ড অর্জন করল শরি‘আহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

পূর্ণাঙ্গ শরি‘আহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড তাদের প্রকাশিত সাসটেইনেবিলিটি রিপোর্টের জন্য ‘এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং ২০২৩’এ পরপর দ্বিতীয়বারের মত ‘গোল্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

গত ৬ নভেম্বর ন্যাশনাল সেন্টার ফর কর্পোরেট রিপোর্টিং (এনসিসিআর), ইন্দোনেশিয়া’র উদ্যোগে হোটেল র‌্যাফল্‌স জাকার্তায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ আলী রেজা।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ন্যাশনাল সেন্টার ফর কর্পোরেট রিপোর্টিং (এনসিসিআর); নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডস্‌ এর ভিত্তিতে এই সাসটেইনেবিলিটি রিপোর্টিং এর মূল্যায়ন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৩শ লিটার মদসহ ১০ মামলার আসামী গ্রেপ্তার