গোল্ডেন ডাকে দশ নম্বরে লিটন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গত রাত থেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছিলেন লিটন দাস। মাঠ নেমে জন্মদিন রাঙানোর সুযোগ ছিল। কিন্তু পারলেন না তিনি। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডের ডাক মেরে দলকে শুরুতেই বিপদে ফেলেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে বিশ্বকাপে গোল্ডেন ডাকে আউট হওয়ার তালিকায় নাম লিখলেন তিনি। তামিমবিহীন ওপেনিংয়ে লিটনের ওপরই প্রত্যাশার মাত্রা বেশি ছিল। প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারছিলেন না তিনি। অনেকদিন ধরেই ফর্মহীনতায় ভোগা লিটন আগের ম্যাচে ইংলিশদের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু কিউইদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো দলকেই হতাশায় ডোবালেন। ট্রেন্ট বোল্টের বলে ফ্লিক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন উইকেটকিপার এই ব্যাটার। ওপেনিংয়ে নেমে ইনিংসের প্রথম বলে এনিয়ে দ্বিতীয়বারের মতো আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে লিটনের এটি ১৭তম ডাক। ১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার জন রাইট। বাংলাদেশের হয়ে প্রথম এই রেকর্ড গড়েছিলেন হান্নান সরকার। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে লজ্জার এই রেকর্ডে নাম লেখান তিনি। ২০১১ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর কানাডার বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হন। সবশেষ ২০১৯ বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে আউট হন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও শ্রীলংকার দিমুথ করুনারত্নে।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স-কোয়ালিটির পয়েন্ট ভাগাভাগি
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে ১২০১ রান নিয়ে শীর্ষে সাকিব