গোল্ডেন টাচে মাদকসহ দুইজন আটক, পাখি বেগম পলাতক

| মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫ at ৯:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর গোল্ডেন টাচ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ পুরিয়া গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নৌবাহিনীর।

আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৮,১৫০ টাকা বলে জানা গেছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৪টা ৩০ মিনিটে হালিশহর থানা এলাকা থেকে তাকে আটক করে।

অভিযানের সময় আটক হওয়া দুই ব্যক্তির জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক বিক্রয়ের সঙ্গে পাখি বেগম নামে একজন নারী সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। পরবর্তীতে নৌবাহিনী অভিযানে নামে, তবে অভিযান শুরুর আগেই পাখি বেগম পালিয়ে যেতে সক্ষম হন।

আটককৃত দুইজন হলেন মোঃ হারুনুর রশিদ (২৭) এবং ইমরান (১৭)। আটকের পর তাদের রাত ১২টা ৫ মিনিটে হালিশহর থানায় হস্তান্তর করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নৌবাহিনীর একটি বিশেষ টহল টিম তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ আটক করে পরে তাদের থানায় হস্থান্তর করলে আজ তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক পাখি বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে মোটরসাইকেল চুরি, নৌবাহিনীর টহলে দুই চোর আটক
পরবর্তী নিবন্ধমেলার মাঠে তালা! ২০০ বছরের মিয়ার মেলা বন্ধের ঘোষণা