গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস : কার হাতে কোন পুরস্কার

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। এই আসরে গেল ১২ মাসে মুক্তি পাওয়া সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়। সেই তালিকা তুলে ধরেছে বিবিসি।

জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতলেন যারা : সেরা সিনেমা, ড্রামা : হ্যামনেট। সেরা সিনেমা : মিউজিক্যাল অথবা কমেডি : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ইংরেজি ছাড়া অন্য ভাষার সেরা সিনেমা : দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল। সেরা অ্যানিমেটেড সিনেমা : কেপপ ডেমন হান্টার্স, নেটফ্লিক্স। খবর বিডিনিউজের।

সেরা অভিনেত্রী (ড্রামা) : জেসি বাকলি, হ্যামনেট। সেরা অভিনেতা (ড্রামা) : ওয়াগনার মোরা, দ্য সিক্রেট এজেন্ট। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অর কমেডি) : রোজ বার্ন, ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ। সেরা অভিনেতা (মিউজিক্যাল অর কমেডি): টিমোথি শ্যালামে, মার্টি সুপ্রিম।

সেরা নির্মাতা (মোশন পিকচার) : পল টমাস অ্যান্ডারসন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা মৌলিক গান : গোল্ডেন, কেপপ ডেমন হান্টার্স।

টেলিভিশন

সেরা টেলিভিশন সিরিজ, ড্রামা : দ্য পিট, এইচবিও ম্যাক্স। সেরা টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল অর কমেডি : দ্য স্টুডিও, অ্যাপল টিভি। সেরা লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন : অ্যাডোলোসেন্স, নেটফ্লিক্স।

পূর্ববর্তী নিবন্ধসিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পাচ্ছে বাফুফে : ক্রীড়া উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’