গোলাম হায়দার মিন্টু ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিক

স্মরণসভায় মেয়র

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মত নির্লোভ, সৎ ও জনকল্যাণমুখী নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি ও রাজনীতিকরাই জাতির সম্পদ। তিনি ষাটের দশকের ছাত্র রাজনীতির ফসল। গতকাল শনিবার সকালে নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাব লাউঞ্জে চসিক কাউন্সিলর ফোরাম আয়োজিত সাইয়েদ গোলাম হায়দার মিন্টু স্মরণসভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মিন্টুর অর্থ-বিত্তের বৈভব ছিল না। কিন্তু মানুষের প্রতি অপার ভালোবাসা ছিলো। তাই তিনি নির্বাচনে কখনো হারেননি।
তিনি ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি যৌথ পরিবার। আমাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাদের প্রতি তাদের অনেক প্রত্যাশা এবং তা পূরণ করতে পারলেই আমরা আস্থাভাজন থাকবো, নয়তো প্রত্যাখ্যাত হবো।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন-প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দীন, আফরোজা জহুর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মো. বেলাল, মো. মোবারক আলী, মো. শাহেদ ইকবাল বাবু, শফিকুল ইসলাম, মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, মোহাম্মদ জাবেদ, হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. মোর্শেদুল আলম, মো. মোর্শেদ আলী, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধউইঘুরে নির্যাতন বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধধর্মীয় উপাসনালয়ে বিএনপির দোয়া ও প্রার্থনা আজ