গোলাম সামদানী কোরায়শী (১৯২৯–১৯৯১)। বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক। তিনি ছিলেন মুক্তমনের প্রাজ্ঞপুরুষ। ধর্মীয় শিক্ষা তাঁকে ধর্মের উদার মর্ম আস্বাদন এবং সুমানবিক জীবন গঠনে প্রণোদনা জুগিয়েছে। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৫ ই এপ্রিল তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়ার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী বাবু শেখ আবু আছল মোহাম্মদ আবদুল করিম কোরায়শী এবং মাতার নাম আলতাফুন্নেসা। গোলাম সামদানী কোরায়শী ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। কাৎলাসেন মাদ্রাসা থেকে তিনি ১৯৫০ খ্রিষ্টাব্দের আলিম ১ম শ্রেণিতে অষ্টম স্থান অধিকার করেন। ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ১৯৫২ খ্রিষ্টাব্দে জামাতে উলা (ফাজিল) ১ম শ্রেণিতে তৃতীয় স্থান ও ১৯৫৪ খ্রিষ্টাব্দে এম. এ (কামিল) ১ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। ১৯৫৫–৫৬ খ্রিষ্টাব্দে তিনি নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ (ময়মনসিংহ) থেকে আই. এ ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ খ্রিষ্টাব্দে বাংলায় (অনার্স) ২য় শ্রেণিতে পঞ্চম ও ১৯৬০ খ্রিষ্টাব্দে এম. এ. বাংলা ২য় শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি ১৯৫৫ খ্রিষ্টাব্দে ধানীখোলা হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন। এরপর তিনি ড. মুহাম্মদ শহীদুল্লার সম্পাদনা সহকারী, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প ও পাণ্ডুলিপি ও সংকলন বিভাগ, বাংলা একাডেমিতে (১৯৬১–৬৮) কাজ করেন। বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৬৮–৯১) যুক্ত ছিলেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রবন্ধ: ‘আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস’, বাংলা একাডেমি, ‘সাহিত্য ও ঐতিহ্য’ (মুক্তধারা), ‘ইসলাম ও আমেরিকা’, (জাতীয় সাহিত্য প্রকাশনী), ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম’, ‘আসামীর কাঠগড়ায়’, ‘পিতৃভাষা’, ‘ঐতিহ্য অন্বেষা’। এছাড়াও তিনি অনেক গল্প–উপন্যাস, নাটক, অনুবাদ, শিশুসাহিত্য রচনা করেন। তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার, ১৯৯০ খ্রিষ্টাব্দে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এবং ২০১৭ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার(মরণোত্তর) লাভ করেন। তিনি ১৯৯১ খ্রিষ্টাব্দের ১১ ই অক্টোবর মৃত্যুবরণ করেন।