রামপুর জুভেনেলিটি কনফেডারেশন আয়োজিত আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে তারা ৫১ রানের ব্যবধানে জয় পেয়েছে কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে। আগে ব্যাট করে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে। জীবন ৪৩, রাহিম ৩৫, রাব্বি ৪৫, মোবারক ও জুনায়েদ ১৫ রান করেন। অতিরিক্ত ২৬। জবাবে ব্যাট করতে নেমে কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমি ১৯৯ রানে ওভারে সব উইকেট হারায়। জুনায়েদ৪টি, শাখি, রেজা, মোবারক ২টি করে উইকেট লাভ করে । বিজয়ী দলের জুনায়েদের হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন আবরার এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। আগামীকালকের খেলায় চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি পরষ্পরের মোকাবেলা করবে ।