গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র দ্বিতীয় জয়

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে তারা ১৮০ রানের বিশাল জয় পেয়েছে কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে। আগে ব্যাট করে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ৩০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। আপন ৬০,অমিত ৫৯, শান্ত ২৬, বিজয় ৩৭,ফারদিন ১৭ রান করেন, অতিরিক্ত ৩০। জবাবে ব্যাট করতে নেমে কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমি ৮৯ রানে সব উইকেট হারায়। ইলহাম ৪টি, আসিফ, সাকিব, সাজিদুল ২টি করে উইকেট পান। বিজয়ী দলের ইলহামের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন মো. তানভির এয়াসির।

পূর্ববর্তী নিবন্ধআবদুল ভূইয়া স্মৃতি সংঘ ও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ক্রিকেট শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ