রামপুর জুভেনেলিটি কনফেডারেশন আয়োজিত আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) সভাপতি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নূরুল আমিন। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ লাভলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিসিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানু বিশ্বাস চন্দন ও ক্রিকেট সংগঠক সাইফুল্লাহ্ চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিএ সহসভাপতি মো. শফিকুল হক, ক্রিকেট কোচ আবু বকর ছিদ্দিক, আর ডি নাথ কাজল, মোহাম্মদ আরমান, ফয়েজ উল্লাহ্ সুমন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) ১১১ রানে এস এস ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। টসে জিতে আগে ব্যাট করে সিসিএ নির্ধারিত ৩০ ওভারে ২০০ রান সংগ্রহ করে। ফঅরদিন ৩২, সুমন ১৩, আপন ১৫, বিজয় ১৩, তামজিদ ১৪, আসিফ ৩০, সাদমান ১২ রান করেন। এসএস এর সাকব ৩টি ও মিনহাজ ২টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে এস ক্রিকেট অ্যাকাডেমি ১৯ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায়। একমাত্র নাবিল (১৬) দু’অংকের রান পান। সিসিএ’র অধিনায়ক সুমন ৪টি এবং ওয়াকি, ইলহাম, সাকিব ও সাইদুল একটি করে উইকেট পান। সুমনের হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন বিশিষ্ট ক্রিকেট কোচ সাইফুর রহমান সুমন। আজকের খেলা: শতাব্দী ক্রিকেট অ্যাকাডেমি বনাম ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি।