গোলাম মোস্তফা বাচ্চু

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

চমেক হাসপাতালের হেমোটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. গোলাম রব্বানীর ছোট ভাই আওয়ামী লীগ নেতা অ্যাড. গোলাম মোস্তফা বাচ্চু (৪৫) গত সোমবার সকালে দোহাজারী পৌরসভা সদরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি অবিবাহিত ছিলেন। তিনি ২ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ওইদিন রাত সাড়ে ৯টায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অ্যাড. নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন
পরবর্তী নিবন্ধঅলিউল ইসলাম চৌধুরীর (শুক্কু মিয়া) স্ত্রীর ইন্তেকাল