গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পাচ্ছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী

তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা উৎসব আজ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কবিতার শহর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা উৎসব। থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে দিনব্যাপী এ আয়োজন উৎসর্গ করা হয়েছে কবি হেলাল হাফিজের স্মৃতির প্রতি। আজ শুক্রবার সকাল ১০টায় কবিতা উৎসব উদ্বোধন করবেন কবি মোহন রায়হান। উদ্বোধনী আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সকালের আয়োজনে আবৃত্তি, কবিতা ও ছড়াপাঠ পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী, কবি ও ছড়াকারবৃন্দ।

এদিন সকাল ১১.৩০টায় শতাধিক শিশুশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘শিশু প্রহর’। এতে শিশুদের কন্ঠে থাকবে একক ও বৃন্দ পরিবেশনা। বৈকালিক আয়োজনের শুরুতে বিকেল ৩টায় রয়েছে কবিতার গান। বিকেল ৪টায় রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস প্রবর্তিত ৯ম গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা প্রদান। এবার সম্মাননা পাচ্ছেন দেশের বরেণ্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী। এতে প্রধান অতিথি থাকবেন অভিনয়শিল্পী আফজাল হোসেন।

বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, বরেণ্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, নাট্যজন ও সংগঠক সজল চৌধুরী। উৎসবে সন্ধ্যায় আবৃত্তি করবেন বরেণ্য শিল্পীরা এবং কবিতাপাঠে থাকবেন চট্টগ্রামের নন্দিত কবিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ও কাল চতুর্থ লিডার্স তারুণ্য উৎসব
পরবর্তী নিবন্ধআইআইইউসি উপাচার্য ড. আলী আজাদী মালয়েশিয়া গেছেন