‘গোলাম মামুন’ আসছে

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে যে গোলাম মামুনকে দর্শক পেয়েছিল একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তা হিসেবে, তাকেই এবার আটক করা হচ্ছে এক আততায়ীকে খুনের দায়ে। নির্মাতা শিহাব শাহীন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নানা রহস্যের জালে বেঁধে হাজির করছেন তার নতুন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ এ। ঢাকায় এক অনুষ্ঠানে রোববার প্রকাশ হয়েছে সিরিজের ট্রেলার। কোরবানির ঈদের আগে আগে আগামী ১৩ জুন সিরিজটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। ‘গোলাম মানুম’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন সাবিলা নূর। সঙ্গে আরো আছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব। অপূর্বর প্রত্যাশা, পরিচালক যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে গোলাম মামুনের গল্প বলে গেছে, সেটি দর্শক উপভোগ করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধফিরছেন স্পর্শিয়া