গোলাবারুদ নেই, জার্মানি সফরে জেলেনস্কি

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

জার্মানি সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জেলেনস্কি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সেও যোগ দেবেন। সেখানে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারের প্রধানরা যোগ দেবেন। অনেক সামরিক বিশেষজ্ঞও থাকবেন। খবর বাংলানিউজের।

জেলেনস্কির কাছে সময়টি রীতিমতো গুরুত্বপূর্ণ। কারণ, তার হাতে গোলাবারুদের সংখ্যা কমে গেছে। পশ্চিমা দেশগুলো উৎপাদন বাড়িয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি তা ইউক্রেনের হাতে পৌঁছবে না। রাশিয়াও আক্রমণ আরও তীব্র করতে পারে। ইউক্রেনের সেনাদের এখন হিসাব করে গোলাবারুদ খরচ করতে হবে। বিষয়টি নিয়ে মিউনিখে আলোচনা হবে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যোগ দেবেন। ইউক্রেনকে সাহায্য করা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছে অচলাবস্থা। মার্কিন সিনেটে জো বাইডেনের ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চট্টগ্রামের জয়
পরবর্তী নিবন্ধপুতিনের কট্টর সমালোচক নাভালনির কারাগারে মৃত্যু