গোলাবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ হোঁচট খেল পুতিনের যুদ্ধবিরতি

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

ইউক্রেইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই দেখা গেছে নতুন লড়াই। কয়েকটি এলাকায় গোলাবর্ষণের জন্য কিইভ এবং মস্কোর কর্মকর্তাদের একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপে হোঁচট খেয়েছে পুতিনের একতরফা যুদ্ধবিরতি। রাশিয়ার হামলায় খেরসনে এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। ওদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, দোনেৎস্ক নগরীতে গোলা হামলা হয়েছে। রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে বৃহস্পতিবার ইউক্রেইনে একতরফাভাবে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেইন সঙ্গে সঙ্গেই এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। এ যুদ্ধবিরতিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করে কিইভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর স্থানীয় সময় দুপুরে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রের পুরো লাইন অব কন্টাক্ট বরাবর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু ইউক্রেইন রাশিয়ান-অধুষ্যিত এলাকাগুলোসহ সামরিক অবস্থানগুলোতে গোলাবর্ষণ শুরু করে। ওদিকে, যুদ্ধবিরতি শুরুর পরপরই ইউক্রেইনজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজার খবর পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

পরে খেরসন অঞ্চলের গভর্নর জানান, একটি দমকল স্টেশনে রুশ হামলায় এক উদ্ধারকর্মী নিহত এবং চারজন আহত হয়েছে। মূল খেরসন নগরীতে এ হামলা হয়, যে নগরী নভেম্বরে রুশ সেনামুক্ত করে পুনরায় দখল নিয়েছিল ইউক্রেইনীয় বাহিনী। ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, পূর্বাঞ্চলীয় ক্রামাতোর্স্ক নগরীও হামলার শিকার হয়েছে এবং সেখানে ১৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বাঞ্চলীয় বাখমুত নগরীতে যুদ্ধক্ষেত্রের সম্মুখসারির উভয় পাশেই শোনা গেছে গোলাবর্ষণের শব্দ। রাশিয়ার ওয়াগনার ভাড়াটে সেনাদলের নেতা ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেইনীয়রা প্রতিটি বাড়িকেই দূর্গে পরিণত করেছে। যুদ্ধবিরতি শুরুর পরপরই দোনেৎস্কে ইউক্রেইনের গোলা হামলার অভিযোগ করেছেন রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একথা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনেতাদের ভিড়ে ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫