গোলপাহাড় কালী মন্দিরের উৎসবে মাতৃ সম্মাননা

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে মহাশ্মশানকালী মায়ের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের ১ম দিবসে মাতৃ সম্মাননা, আজীবন সদস্য সম্মাননা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ। পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ ও অর্থ সম্পাদক সঞ্জয় মল্লিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি নিকেল দে, সাধন সিংহ, পরিমল সিকদার, লেলিন পাল, প্রবীর দে, অয়ান শর্মা, যুগ্ম সাধাণর সম্পাদক রুভেল দে, ইন্‌িজনিয়ার শৈবাল ভৌমিক, মিহির দে, সহ সাধারণ সম্পাদক লিটন দাশ, দপ্তর সম্পদক রবীন্দ্রনাথ ব্যানার্জি, রাজীব চক্রবর্ত্তী, ইন্‌িজনিয়ার সুজন মজুমদার, রাজীব বণিক (রাজু), উত্তম বিশ্বাস, এস প্রকাশ পাল, অঞ্জন দাশ, অর্পন ধর, আশীষ আচার্য্য, অসীম ধর, সজল চৌধুরী, প্রহল্লাদ সরকার, রসুমনি দাশ, মৃদুল কান্তি কর্মকার, উত্তম তালুকদার, দিলীপ কান্তি দাশ, সন্তোষ নন্দী, সঞ্জয় মজুমদার, রাকেশ ধর, মিন্টু ময় চৌধুরী, কাজল শর্মা, সুমন সেন প্রমুখ। অনুষ্ঠানে ১৭ জন মাকে সম্মাননায় ভূষিত করা হয়। তারা হলেন : নিলু চৌধুরী, টুন্টু বিশ্বাস, রীনা তালুকদার, সোমা সেন, রত্না রানী দাশ, লীলা দাশ, রত্না দে, দোলন চাঁপা দে, স্বপ্না মজুমদার, মীরা দে, প্রতিভা রানী দেব বর্মন, স্বপ্না আচার্য্য, অতশী রানী দাশ, রসবালা বৈষ্ণব, সন্ধ্যা রানী ধর, মনিকা সাহা, আলো রানী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞান, সৃজনশীলতা ও মানবিক চেতনার মিলনমেলা
পরবর্তী নিবন্ধচবি কেন্দ্রে রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন