নগরীর ওআর নিজাম রোডের গোলপাহাড় মোড়ে লোটোর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল তিনটার সময় এটির উদ্বোধন করেন লোটোর ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, লোটো চট্টগ্রাম বিভাগের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ হাসান, ফ্র্যান্সাইজ ডিপার্টমেন্টের এরিয়া সেলস এঙিকিউটিভ মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, উদ্বোধন হওয়া আউটলেটটি বাংলাদেশের ১৪১তম এবং চট্টগ্রাম বিভাগের ১৫তম আউটলেট। প্রেস বিজ্ঞপ্তি।