গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভা

| শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের এক সভা গতকাল শুক্রবার সন্ধ্য ৭টায় শ্রীশ্রী শ্মশান কালী মাতার মন্দির মিলনায়তনের দ্বিতীয় তলায় পরিষদের সভাপতি মাইকেল দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্তসমূহ তুলে ধরেন এবং সাংগঠনিক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাজল কান্তি দে। সভায় বিগত তিন বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক দোদুল দত্ত। আরো বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি হরিপদ দে, সাংবাদিক শুকলাল দাশ, দুলাল চৌধুরী, মনিলাল দাশ, বিপ্লব মিত্র, দেবাশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, লেলিন পাল, সাধন সিংহ, জগন্নাথ মিত্র, বিশ্বনাথ দাশ বিষু, মুনমুন দত্ত মুন্না, অমল কৃঞ্চ নাথ টুটুল, রুবেল দে, মিহির দে, প্রকৌশলী শৈবাল ভৌমিক, চন্দন মহাজন, রাজীব চৌধুরী, সুচিত্রা গুহ টুম্পা, প্রকৌশলী সৃজন, প্রকৌশলী তুহিন রায় প্রমুখ। সভায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভাপতি মাইকেল দে তার বক্তব্যের শেষে আগামী ৩ বছরের জন্য নতুন সভাপতি হিসেবে দোদুল দত্তকে সভাপতি এবং সাধারণ সম্পাদক কাজল কান্তি দে তার বক্তব্যের শেষে আগামী ৩ বছরের জন্য বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করলে কমিটির সকলেই সমর্থন জানিয়ে তাদের নির্বাচিত ঘোষণা করেন। সভায় কার্যকারী কমিটির সকল কমকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাবের শিক্ষাসামগ্রী বিতরণ