নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে দেবীপক্ষের সূচনালগ্নে মহালয়া উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা গত বুধবার কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে সমবেত কন্ঠে গীতাপাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন অধ্যাপক জয় প্রকাশ দে। পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক দীলিপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। উদ্বোধন করেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক রুভেল দে। বক্তব্য রাখেন পরিষদের সহ–সভাপতি দুলাল চৌধুরী, পরিমল সিকদার, সঞ্জয় প্রসাদ মল্লিক, শিমুল মুহুরী, উত্তম বিশ্বাস সিআইপি। আরো উপস্থিত ছিলেন মুনমুন দত্ত মুন্না, মিহির দে, জয়দেব বৈদ্য, লায়ন সন্তোষ নন্দী, মৃদুল কান্তি কর্মকার, সমীর মালাকার, এস প্রকাশ পাল, সীমা রাণী দেব, অঞ্জন দাশ, রঞ্জিত শীল, বিপুল দাশ, স্ট্যালিন দে, কাজল দাশ, মিন্টুময় চৌধুরী, রুবেল চৌধুরী, রাকেশ ধর, পংকজ, ইমন সেন প্রমুখ। সংস্কৃতিক কর্মী সৃজন রায়ের পরিচালনায় সঙ্গীত ও নৃত্যে অংশ নেন প্রকৌশলী সুমন সেন, নোবেল আচার্য্য, দেবাশীষ, সৈকত, অনিরুদ্ধ, চন্দ্রিমা, ডা. দৃষ্টি রায়, ঐশী রক্ষিত, জলি মুখার্জী, পায়েল ঘোষ পূজা, প্রিয়া ভৌমিক, কণিকা পাল, সুমিত সেন, চন্দ্রা সিংহ, সৌরভ সাহা, প্রত্যয় বড়ুয়া, নন্দিতা দাশ, প্রমা অবন্তী, কেয়া লাহিড়ী, রনজিৎ শীল, শ্রেয়সী বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।