গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে পাল্টা মনসা পুঁথিপাঠ

| শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পাল্টা মনসা পুঁথিপাঠ গত ১ আগস্ট মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পুঁথিপাঠে অংশ নেন প্রখ্যাত কবিয়াল নিরঞ্জন ঘোষ ও কীর্তুনিয়া ঝিনুক সরকার। বিশ্বনাথ দাশ বিশুর সঞ্চালনায় পুঁথিপাঠের উদ্বোধন করেন দাদুল কুমার দত্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিপদ দাশ, লায়ন অসিত সেন, কীর্তিমান সাহা, দুলাল চৌধুরী, অজিত কুমার দাশ, পরিমল সিকদার, সাধন সিংহ, নিকেল দে, প্রবীর দে, লেনিন পাল, খোকন ধর, আশুতোষ দাশ, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, শৈবাল ভৌমিক, মিহির দে, অ্যাড. নিখিল কুমার নাথ, রাজীব চৌধুরী রাজু, রাজীব চক্রবর্তী, যীশু নাথ, অ্যাড. তপন দাশ, সমীর মালাকার, লিটন দাশ, সিদ্দার্থ দাশ সিধু, ইঞ্জিনিয়ার জয়দেব বৈদ্য, কুমার বিশ্বাস, শিমুল মুহুরী, সৃজন রায়, সুচিত্রা গুহ টুম্পা, লায়ন সন্তোষ নন্দী, দীপুনাথ দত্ত, এস প্রকাশ পাল, সজল চৌধুরী, সুজন মজুমদার, রাজু বণিক, বিপুল দাশ বিপলু, দিলীপ দাশ, রনজিত শীল, দোলন শর্মা, শ্যামল নন্দী, অর্জুন নাথ, সুমন সেন, মিন্টুময় চৌধুরী, সুনয়ন গুহ, যতন মজুমদার, প্রহহ্লাদ দাশ, সমর দে, অনজন দাশ, রুবেল চৌধুরী, পংকজ বিশ্বাস, রাকেশ ধর, সাজু তালুকদার, রুবেল দাশ, কৃষ্ণ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নগর নতুন সড়কের সংস্কার কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধজনবল সংকটে কক্সবাজার ট্রাফিক পুলিশ