গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী গিরি গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে। গোলাপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে ভোরে মঙ্গল আরতির মাধ্যমে পূজা আরম্ভ হয়। এরপর কৃষ্ণ মন্দিরে গিরি গোবর্ধনের পূজা অনুষ্ঠিত হয়। সৌরভ সাহার পরিচালনায় মন্দির প্রাঙ্গণে রাধার মান ভজন নামক লীলা কির্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত প্রার্থনা করেন সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু, সাবেক সভাপতি হরিপদ দে, সহ সভাপতি কাজল কান্তি দেব, দুলাল চৌধুরী, শুকলাল দাশ, জগন্নাথ মিত্র, বিপ্লব মিত্র, প্রবীর দে, পরিমল সিকদার, আয়ান শর্মা, আশীষ সাহা, লেলিন পাল, উজ্বল দাশ, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মুনমুন দত্ত, অমল কৃষ্ণ নাথ, রুবেল দে, মিহির দে, সনজয় মল্লিক, রাজীব চৌধুরী, চন্দন মহাজন, শৈবাল ভৌমিক, রাজীব চক্রবর্তী, প্রদীপ দাশ, সনদ পাল, সুচিত্রা গুহ টুম্পা, সুনয়ন গুহ, অধ্যাপক শিমুল মুহুরী, দেবু প্রসাদ সিংহ, শ্যালল নন্দী, জয়দেব বৈদ্য, সুজন মজুমদার, রাহুল দত্ত, অ্যাডভোকেট পার্থ নন্দী, পাপ্পু মহাজন, রতন দে, সন্তোষ নন্দী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে ঈদে মিলাদুন্নবী মাহফিল উদযাপন
পরবর্তী নিবন্ধপতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান