গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:০৪ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানা এলাকায় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে এক ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের সাথে প্রতারণার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রতারণা করে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়েছেন। ভুক্তভোগী এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলাও করেছেন। বাদীর অভিযোগের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চম্পক বড়ুয়া নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের ম্যানেজার ও মামলার বাদী ওয়ালী আশরাফ খানের সঙ্গে চম্পক বড়ুয়ার পরিচয় হয়। সে সময় চম্পক বড়ুয়া নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বলে পরিচয় দেন এবং বর্তমানে প্রেষণে ডিজিএফআইয়ে কর্মরত আছে বলে জানান। পরে চম্পকের সাথে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে। পরে ১৩ ফেব্রুয়ারি রাতে অপারেশনে যেতে জরুরি টাকা দরকার বলে বাদীর কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় চম্পক এবং পরবর্তীতে আরো বিভিন্ন অজুহাতে ৭২ হাজার টাকা হাতিয়ে নেন।

গত ১২ মার্চ বাদী এক রোগীর মাধ্যমে জানতে পারেন যে, চম্পক বড়ুয়া নামে কোনো গোয়েন্দা কর্মকর্তা নেই। তিনি আসলেই একজন প্রতারক। এরপর বাদী বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে নিশ্চিত হন। এরপর বাদী প্রতারক চম্পক বড়ুয়ার নামে পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত রবিবার সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারে চম্পক বড়ুয়া ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আসামি চম্পক বড়ুয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার কমিশনের সুপারিশে আপত্তি জানিয়ে ঐকমত্য কমিশনে ইসির চিঠি
পরবর্তী নিবন্ধনগরীর বিভিন্ন বাজারে অভিযান ,৭ প্রতিষ্ঠানকে জরিমানা