নগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়ার এলাকার ব্রজদাম নামে মন্দির এলাকায় বৃষ্টি ধর (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ধর রতন ধরের স্ত্রী।
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মন্দির থেকে পূজা দিয়ে এসে ১০ মাসের বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বৃষ্টি। এর পরে দুই ঘণ্টা ধরে ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় রতন ধরের ছোট ভাইয়ের স্ত্রী সোমা জানালা দিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলছে বৃষ্টির দেহ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, বৃষ্টি নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।










