হাটহাজারীতে মো. তোবারক নামের এক কৃষকের দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১টি গরু চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চারিয়া তালুকদার পাড়ার (বুড়িপুকুর পাড়) ডা. আবদুর রহিমের বাড়ি থেকে গরুটি চুরি হয়। ক্ষতিগ্রস্ত কৃষক তোবারক জানান, গত বুধবার রাতে প্রতিদিনের মতো তিনি গরু দুইটি গোয়াল ঘরে বেঁধে রাতে ঘুমাতে যায়। পরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজা খুলেই গরু চুরির বিষয়টি নিশ্চিত হয়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও চুরি হওয়া গরু পাওয়া যায়নি। গত কিছুদিন পূর্বে ওই দুটি গরু বাজারে আড়াই লাখ টাকা দাম উঠেছিল। বেশি লাভের আশায় তখন বিক্রি করিনি। এখন আমি সব হারালাম। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।