গোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

বর্তমান সরকার শিক্ষার মাননোন্নয়নে বদ্ধপরিকর। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া এটি সরকারের বড় অর্জন। এজন্য শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। গত রোববার বোয়ালখালী পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর এসব কথা বলেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার সুলতানার সভাপতিত্বে ও শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাক্টর ইউআরসি মোহাম্মদ আবদুল বাসেত, কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, শিক্ষক বিধান মোহরের, মোহাম্মদ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে ৯০টি বার্মিজ গরু জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার