গোবিন্দ ঠাকুর স্মরণে সদ্ধর্মানুষ্ঠান রোববার

| শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

গোবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ শ্রীমৎ গুণালংকার মহাথের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান, আটাশ বুদ্ধের পূজা ও সদ্ধর্মানুষ্ঠান আগামী রোববার (১৬ জানুয়ারি) হাটহাজারী থানাধীন জোবরা বড়ুয়া পাড়ার গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে থাকবেন সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের। উপ-সংঘরাজ ভদন্ত ড. শীলানন্দ মহাথেরোর সভাপতিত্বে সদ্ধর্মানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। উদ্বোধক থাকবেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত শীল রক্ষিত মহাথের। প্রধান সদ্ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের। এছাড়াও প্রাজ্ঞ ভিক্ষুসংঘ অনুষ্ঠানে সদ্ধর্মদেশনা করবেন। সদ্ধর্মানুষ্ঠানে অংশ নিতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া শাখার কর্র্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধআহলা দরবারে ওরশ ১৭ জানুয়ারি