গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের লাশ কবর থেকে উত্তোলন

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলাসংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। খবর বিডিনিউজের।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম রাসেল মুন্সির উপস্থিতিতে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে ইমন তালুকদারের লাশ উত্তোলন করা হয়। এছাড়া রমজান কাজীর লাশ তোলার সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আরেক নির্বাহী হাকিম রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন।

লাশ দুটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান। এর আগে রোববার পুলিশের পক্ষ থেকে ওই ৩ জনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে অবেদন করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২২ জুলাই : ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধবিয়ের এক বছরের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু