গোপালগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

শিল্পী খালিদ গোপালগঞ্জ শহরের নয়া গোরস্থানে শায়িত হলেন। সোমাবার রাতেই তার নিজ বাড়ি গোপালগঞ্জে তাকে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ। এর আগে সোমবার রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় শিল্প, সংস্কৃতিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। খবর বাংলানিউজের।

এসময় খালিদের ভগ্নিপতি জানান, গতকাল মঙ্গলবার যোহর নামাজের পর গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে খালিদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের গেটপাড়ার গোরস্থানে দাফন করা হয় তাকে।

তিনি আরও জানান, খালিদের স্ত্রী এবং ছেলে যুক্তরাষ্ট্রে। তারা আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ধর্মীয় মত অনুসারে ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করাটাই শ্রেয়, সবার মতামত এমনটাই। তাই মঙ্গলবার দুপুরেই খালিদের দাফনের সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জে খালিদের বড় ভাই আছেন, তিনিই সব প্রস্তুত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএবার কলকাতায় দুই সিনেমায় ব্যস্ত হিরো আলম
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বিপক্ষে আবারো সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া