গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার আলোচিত ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মোল্লা (২৬) কে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র্যাব- ৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে গতকাল সন্ধ্যার দিকে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মাজদা এলাকার জমশেদ মোল্লার ছেলে জুয়েল মোল্লা।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল মোল্লাকে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, জিজ্ঞাসাবাদে সে ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। জুয়েল আইন শৃঙ্খলা বাহিনী থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।