গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে : নাহিদ

এনসিপি আবারও গোপালগঞ্জ যাবে

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টিএনসিপির পদযাত্রায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জকে এই ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। এই জেলার সাধারণ মানুষকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। আমরা সাধারণ মানুষের পাশে আছি। হামলার জন্য দায়ী সবাইকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমি প্রশাসনকে আহ্বান জানাব, এজন্য কোনো সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় জেলা সার্কিট হাউস থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, গোপালগঞ্জে চারজন মানুষকে বিচার বহির্ভূতভাবে মারা হয়েছে। আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি। প্রশাসনের ভেতর ফ্যাসিস্টদের দোসর আছে। তাদের বলতে চাই, অপরাধীদের বিচার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

এনসিপি আবারও গোপালগঞ্জ যাবেএমন প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, যারা ভেবেছিলেন জুলাই পদযাত্রাকে বাধা দিয়ে থামিয়ে দেবেন, তারা ভুলে গেছেন কাদের সামনে দাঁড়িয়েছেন। যারা মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে এসেছে, তারা এসব হামলাবাধায় ফিরবে না। ৬৪ জেলায় জুলাই পদযাত্রা করেই আমরা ঘরে ফিরব। দেশবাসীর কাছে আমাদের ওয়াদা আগামী ৩ আগস্টের মধ্যে পদযাত্রা শেষ হবে। সেদিন শহীদ মিনারে আমরা জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেব।

এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুবশক্তির তরিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধথমথমে গোপালগঞ্জ, বাড়লো কারফিউ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের পরিস্থিতিতে জনসাধারণকে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর