আমি তোমার কেউ নই, জানি।
তবু গন্তব্য আমার তোমার দিকেই
আমি তোমার কিছু নই
তবু মনটা পরে থাকে তোমার কাছেই।
আমি তোমার কাছের নই, জানি
অনেক দূরের হয়েও নির্দ্বিধায়
দিচ্ছি পাড়ি তোমার হৃদ সাগরে
তোমার কাছাকাছি, পাশাপাশি না থেকেও;
অভয় দিচ্ছি তোমাকে ছেড়ে যাবো না কোনদিন।
একটা মানুষ কতদিন ই বা বাঁচে!
কতদিন পাশাপশি থাকে?
কথা দিচ্ছি অন্তত ততদিন আছি, থেকে যাবো।
আমার এই অনন্ত পথ শেষ হোক তোমারই পথে।
আর যখন যাবার সময় হবে, ভয় নেই..
তখনও আমি রেখে যাবো আমার চিহ্ন
তোমার হৃদয়ের গোপন সিন্দুকে।