গোপনে বিক্রি হচ্ছিল মাদ্রাসার ১২০০ কেজি নতুন বই, আটক করলো জনতা

ঈদগাঁও প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৯:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসায় সরকারি সরবরাহকৃত ১২০০ কেজি নতুন পাঠ্যবই গোপনে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার পাশের মাঠে খেলার সময় তারা ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন ও শিক্ষক নুরুল ইসলামকে তড়িঘড়ি করে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বই হস্তান্তর করতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা তাদের কাছে ব্যাখ্যা চান। কিন্তু সন্তোষজনক জবাব না দিয়ে দুই শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বই ক্রেতা মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী মো. ইমরান জানান, রুকম উদ্দীন তার কাছে ১৯ হাজার ৫০০ টাকায় ১২০০ কেজি বই বিক্রি করেছেন।

এ ঘটনায় মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার জাফর আলম অভিযোগ করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে রুকম উদ্দীন ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই প্রতিষ্ঠানে নানা অনিয়ম-দুর্নীতি চলছে।”

ভারপ্রাপ্ত সুপারের বক্তব্য জানতে একাধিকবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে উত্তেজিত জনতা ঘটনাটি ঈদগাঁও থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‎পেকুয়ায় ৩টি অবৈধ অস্ত্রসহ আটক ২
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কনে তুলে নেওয়ার আগে হাজির ম্যাজিস্ট্রেট, বাল্য বিবাহ পণ্ড