গোপনীয়তার কিছু নেই

ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠককে রয়টার্সের বরাতে দেশীয় সংবাদ মাধ্যমের খবরে গোপন বৈঠক বলায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, গেল বছরের মাঝামাঝি সময়ে ভারতের দুই কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তাদের ইচ্ছাতেই তখন সেটি প্রকাশ করা হয়নি, তবে এখানে গোপনীয়তার কিছু নেই। জামায়াত আমিরের সাক্ষাৎকারের ভিত্তিতে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স, যার শিরোনাম ছিল ঐকমত্যের সরকার গঠনে রাজি বাংলাদেশের ইসলামপন্থি দল।

রয়টার্স বলেছে, এনসিপিকে জোটে টানার পরে নিজের বাসভবনে এ সাক্ষাৎকার দেন জামায়াত আমির। সেই খবরেই জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ হওয়ার বিষয়টি সামনে আসে এমন এক দিনে, যেদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির রয়টার্সের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গ আসার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেনভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশবিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

বিভিন্ন দেশের কূটনৈতিকদের মত ভারতের দুজন কূটনীতিকও সে সময় তার বাসায় যান এবং তাদের সঙ্গে কথা হয় বলে শফিকুর রহমানের ভাষ্য। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলাপআলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

তিনি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির।

পূর্ববর্তী নিবন্ধদুদিনের মাথায় ফের বিশেষ সহকারীর দায়িত্বে সায়েদুর রহমান
পরবর্তী নিবন্ধমানবিক দায়িত্ব থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন