গোধূলির ফুল

লুনা দাশগুপ্তা | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাঁটু জল নদীর ধারে,

চাঁদ এসে বসে,

কপালে জোৎস্নার পঙ্ক মেখে;

কুয়াশার ধুপছায়ায় নিশিযাপনের আশে!

 

নিভৃত মর্মর বুনে রাখে অনুপঙ্খ আশ্রয়

ক্ষয়ে যায় অতলান্ত অন্ধকার

জ্বলে উঠে আলোকবর্তিকা তরঙ্গমালায়

কে জানে কার বিরহে সে খোঁজে রাত্রির পারাপার!

 

মৌনতা ছড়িয়ে পড়ে জলে

শত রূপকথারা ওড়ে চরাচর জুড়ে!

সে আসে করুণাশীতল হাসি হাসে শেষ বিকেলে

অমিয় ছন্দে তান ভেসে বেড়ায় ইমনের সুরে!

 

বান ঢাকা রৌদ্রর পাট চুকে যায় নৌকার

লণ্ঠন কাঁপে আলো ছায়ায় দুঃখ তার পায়ে মাথা কুটে,

মেঘের আঁচলে গোধুলির ফুল ফোটে।

পূর্ববর্তী নিবন্ধসত্যেরা চুমুকে চুমুকে ফুটে ওঠে
পরবর্তী নিবন্ধঅগ্রিম এলিজি