গোডাউনে মিলল ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ, জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন আমতল এলাকার রয়েল টাওয়ারের তৃতীয় তলার একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াস জব্দ করেছে জেলা প্রশাসন। এসব ফেসওয়াস হিমালয়া নামের একটি কোম্পানির। গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আজাদীকে বলেন, জব্দকৃত ফেসওয়াসগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না বিএসটিআই এর কোনো লোগো। অভিযানের খবর পেয়ে হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি ঘটনাস্থলে আসে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, তিনি ফেসওয়াসগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশ্যে ফেসওয়াসগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্য বাংলায় না লিখে ইংরেজিতে লেখা হয়। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসব কারণে গোডাউনের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোতোয়ালী থানা পুলিশ ও বিএসটিআইয়ের প্রতিনিধি।

পূর্ববর্তী নিবন্ধ‘পলকা জীবনের অসহ ভার’ থেকে মুক্তি নিলেন মিলান কুন্ডেরা
পরবর্তী নিবন্ধভোট চুরির সব কৌশল প্রতিহত করা হবে : আমীর খসরু