গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে সরকার

উত্তর জেলা যুবদলের সভায় গোলাম আকবর খোন্দকার

| বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা দায়ের গুমসহ অব্যাহত গতিতে গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বিএনপি এক দফার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে উত্তর জেলা ছাত্রদলের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নাসিমন ভবন চত্বরে উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া, মোশাররফ হোসেন দিপ্তী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, সালাউদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দীন ।

প্রধান বক্তা বলেন, বর্তমান সরকারের একমাত্র ভয় তারেক রহমান। তিনি বলেন, এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দুঃখকষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। জনগণের দুর্দশা লাঘবে সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে।

উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অ্যাড. এম এ তাহের, শহীদুল ইসলাম চৌধুরী, কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, সোলাইমান মঞ্জু, গাজী নিজাম, আলমগীর ঠাকুর, ইউসুপ নিজামী, আমান উল্লাহ আমান, আবু সিদ্দিক, লোকমান হোসেন রাকিব, এস এম ইব্রাহিম, শওকত তালুকদার, মাজহারুল ইসলাম, নিজাম উদ্দিন, হারুনর রশীদ হান্নান, জানে আলম, শাকিল চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, জি এম সাইফুল, নাজিম উদ্দিন আকবর, আবদুল কাদের, বাবলু বড়ুয়া, মোহাম্মদ নুরনবী, ফখরুল হাসান, ফজলুল করিম, নিঝুম খান, সেকান্দর সওদাগর, মোর্শেদ হাজারী, মো. কামাল, মুহাম্মদ সিরাজ, মো. জামাল, নাসির কমিশনার, মইনউল্লাহ উজ্জ্বল, মহিউদ্দিন চৌধুরী, মির্জা এমদাদ, আবসার হোসেন মিয়াজি, নুরুল কবির তালুকদার, মো. খোরশেদ, এস এম লোকমান, খালেদ হোসেন চৌধুরী রাসেল, ইসতিয়াক হোসেন চৌধুরী, এম শাহজান শাহিল, মাহমুদুল হাসান দিলু, মো. শহিদ, মুহাম্মদ মহসিন, মনিরুল ইসলাম মাহি, ফারুক বিন মুছা, হেলাল উদ্দিন, সাহাবউদ্দিন রাজু, মাকসুদ চৌধুরী, জহির উদ্দিন বাবর, ইব্রাহিম বিজয়, মুহাম্মদ ফয়েজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি-ঢলে গাছ উপড়ে বিধ্বস্ত রাউজানের অভ্যন্তরীণ সড়ক
পরবর্তী নিবন্ধআরাকান সড়ক পরিবহন চেয়ার কোচ মালিক সমিতির বর্ষপূর্তি