এএফসি কাপের ম্যাচে গতকাল মঙ্গলবার কলকাতার সল্ট লেকে ভারতের ক্লাব গোকুলাম কেরালাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কিংসের হয়ে গোল করেছেন রবসন রবিনহো ও নুহা মারং। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১ জয় ও ২ হারে দ্বিতীয় স্থানে গোকুলাম।