গেছে যে দিন

হাবিবুল হক বিপ্লব | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সম্পর্কটি যদি খুব তিক্ততার মাধ্যমে শেষ না হয় তবে মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে/যার চোখ তাকে আর মনে পড়ে নার মতো করে হলেও তাকেআপনার সেই পুরোনোকে মনে পড়বে। তাই তো এ ক্ষেত্রেও বাঙালির সহায় ওই রবীন্দ্রনাথ ঠাকুর। দারুণভাবে বর্তমান অভ্যস্ত আমাদের বাস্তব জীবনে কোন নাটকীয়তা না থাকলে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হওয়ার ঘটনা সাধারণত ঘটে না। তবু হঠাৎ দেখাকবিতার মতো আমাদের মনের অন্দরে আছে এক অদৃশ্য রেলগাড়ির কামরা। সেখানে বসেই আমরা বলি যে, ‘রাতের সব তারাই আছে/দিনের আলোর গভীরে’।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বিয়ের কৃষ্টি কালচার