গেইলকে নিয়ে সহজ জয় কিংস ইলেভেন পাঞ্জাবের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১২ পূর্বাহ্ণ

আইপিএলে দ্বিতীয় জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। গতকাল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে সহজে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল ক্রিস গেইলের দল। এবারের আইপিএলে প্রথমবারের মতো খেলতে নেমেছিল গেইল গতকাল। নেমেই তুলে নিলেন হাফ সেঞ্চুরি। দলের তিন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। তারপরও মাত্র চার পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে তাদের অবস্থান।
প্রথমে ব্যাট করতে নামা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিরাট কোহলি ৪৮, অ্যারন ফিঞ্চ ২০, ওয়াশিংটন সুন্দর ১৩, দুবে ২৩ এবং মরিস করেন ২৫ রান। কিংস ইলেভেন পাঞ্জাব এর পক্ষে মোহাম্মদ সামি এবং রবীচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দলের পক্ষে অধিনায়ক রাহুল করেন ৬১ রান। গেইল করেন ৫৩ রান। আগরওয়ালের ব্যাট থেকে আসে ৪৫ রান।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক সিডিএর দিনব্যাপী কর্মশালা
পরবর্তী নিবন্ধব্যাংকের সাড়ে ৫৯ কোটি টাকা আত্মসাত মামলায় একজন কারাগারে